
আইডিইবি’র পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন

ভোরের বাংলাদেশ ডেস্ক:
পিআইও সমিতির সাবেক সভাপতি, আইডিইবি কল্যাণ
ফাউন্ডেশনের সাবেক
নির্বাহী পরিচালক ও আইডিইবি’র পরিচালক মোঃ
শফিকুল ইসলাম এর
মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ
(আইডিইবি) এর পরিচালক, পিআইও সমিতির সাবেক
সভাপতি ও আইডিইবি কল্যাণ ফাউন্ডেশনের সাবেক
নির্বাহী পরিচালক, অবসরপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন
কর্মকর্তা জনাব মোঃ শফিকুল ইসলাম আজ বিকাল
সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি………রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২
মেয়ে, ৩ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাংখী রেখে
গেছেন।
আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ৫ লক্ষাধিক সদস্য প্রকৌশলীর পক্ষে
আমরা এই নিবেদিতপ্রাণ প্রকৌশলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা
করছি এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান সৃষ্টিকর্তা মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাংখীদের এই শোক সহ্য করার
শক্তি দান করুন। আমিন।