ভোরের বাংলাদেশ প্রতিবেদক :
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস্ অ্যাসোসিয়েশন (বাফেদা)-এর উদ্যোগে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম ২২ সেপ্টেম্বর ২০২৪, রবিবার ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে (আইবিটিআরএ) উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মুহাম্মদ বায়েজিদ সরকার। আইবিটিআরএ-এর প্রিন্সিপাল কে.এম মুনিরুল আলম আল-মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাফেদার এক্সিকিউটিভ সেক্রেটারি মুহাম্মদ আবুল হাশেম। ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিটিআরএ-এর অ্যাডমিন প্রধান আঃ হামিদ মিঞা। ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রোগ্রামে বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন।