
শামীমা রহমান,ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার – টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ এর স্টুডেন্টস ক্লাব ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু হয়েছে। শনিবার (১১ই জানুয়ারি) বাংলাদেশ সময় রাত নয়টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে কমিটি গঠন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ আল রাহাত সভাপতি ও হিসাববিজ্ঞান বিভাগের সাগর আহমেদ শিবলু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।প্রাথমিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোশাররফ হোসাইন ও রাসেল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মারিয়াম আক্তার চৈতী।
সোচ্চারের ভিক্টিম সাপোর্ট বিভাগের ডিরেক্টর ড. মাহফুজুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সোচ্চার ও সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের লক্ষ্যউদ্দেশ্য, কার্য্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতি মুকুল আহমেদ।
অনুষ্ঠানে নননির্বাচিত কমিটির সদস্যরা ও অন্যান্য সদস্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে ইবির শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ক্যাম্পাস কেন্দ্রিক মানবাধিকার অ্যাক্টিভিজম, ক্যাম্পাস নির্যাতন ডকুমেন্টেশন, নিরাপদ ক্যাম্পাস গড়তে অ্যাডভোকেসি করা ও তরুন মানবাধিকার অ্যাক্টিভিস্ট তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ সকল বিশ্ববিদ্যালয়ে “সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক” নামে স্টুডেন্ট ক্লাব গঠন করছে। ইতোপূর্বে বরিশাল, শাবিপ্রবি, কুমিল্লা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাবটি গঠন করা হয়েছে।