
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ঢাকাইয়া ঐক্যের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

কাজী সামাদ:
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর সরকারী স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন “ঢাকাইয়া ঐক্যের” আয়োজনে বিকেলে ছাত্র-ছাত্রীদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার কৃতি সন্তান, বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের সিএফও আশরাফ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার কৃতি সন্তান শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম গোলাম রব্বানী। ঢাকার কৃতি সন্তান ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টু।ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
আরও উপস্থিত ছিলেন পুরান ঢাকার গবেষক ও লেখক সাদ-উর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকাইয়া ঐক্যের কার্যনির্বাহী সদস্য ডিএম সুমন বলেন, আমরা শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে খুব আনন্দিত। আগামীতে এইচএসসি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছি।
তিনি আরও বলেন, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সকলে ঢাকাইয়া ঐক্যের পাশে থাকবেন।