দেওয়ান সামান উদ্দিন ।
নিশ্চিত আগামীর নির্ভরতায়” প্রতিপাদ্যে গাজীপুরের কালিয়াকৈর শফিপুর আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৪৮ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শফিপুর বাজারে অবস্থিত আইএফআইসি ব্যাংক পিএলসি শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছিলেন শাখা ব্যবস্থাপক শাহরিয়ার বুলবুল, কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ আবু বকর সিদ্দিক, লোন পারফরমেন্স অফিসার রিজওয়ানুর রহমান, এবং মার্কেটিং এন্ড সেলস অফিসার আরিফুল ইসলাম সহ সফিপুরের আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় শাখা ব্যবস্থাপক শাহরিয়ার বুলবুল বলেন আইএফআইসি ব্যাংক সারা দেশ জুড়ে আগের মতোই সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকল কার্যকর চলছে