দেওয়ান সামান উদ্দিন ।
নানাো আয়োজনে কালিয়াকৈরে ধর্মীয় ভাবগাম্ভির্য ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী । আশেকানে আহলে বায়াত ঐক্য পরিষদ কালিয়াকৈর শফিপুর শাখার উদ্যোগে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার আন্দার মানিক ও রতনপুর এলাকা হতে পৃথক দুটি রেলি বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে তানহা হাসপাতালের সামনে এসে আলোচনা সভা করে। আশেকানেরা অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেন । এ সময় উপস্থিত ছিলেন আশেকানে আহলে বায়াত ঐক্য পরিষদের আহবায়ক জনাব আ: হাই ফকীর যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ,উপদেষ্টা জনাব মোঃ রফিকুল ইসলাম ও ডাঃ মো সোরহাব আলী সহ আরো অনেকে।