দেওয়ান সামান উদ্দিন ।
কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে অনুষ্ঠিত হলো ” নীট এশিয়া ” মেধাবৃত্তি পরীক্ষা -২০২৪ , নীট এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর এম এ মতিন সাহেব এর অর্থায়নের এই মেধাবৃত্তি পরিচালিত হবে । কালিয়াকৈর উপজেলার প্রায় ৭০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রণি থেকে ১০ম শ্রণি পর্যন্ত প্রায় ১১০০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয় । পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব অনিন্দ্য গুহ কালিয়াকৈরউপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন । এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জাকির হোসেন মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মশিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহিনুর বেগম সহ বিভিন্ন শিক্ষকগণ। পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে প্রতি ক্লাসে ৩ জন করে মোট ১৫ জন শিক্ষার্থীকে নগদ টাকা পুরস্কার প্রদান করা হবে ।