মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

কালিয়াকৈর বাড়ইপাড়া আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজে হাতে কলমে শিক্ষাদানের উদ্দেশ্যে ব্যবহারিক ক্লাসের আয়োজন।

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

দেওয়ান মোহাম্মদ সামান উদ্দিন ।

এ বিশ্বকে এ শিশুর  বাসযোগ্য ক’রে যাব আমি  নবজাতকের কাছে  এ আমার দৃঢ়  অঙ্গীকার   এ  প্রতিপাদ্য কে ধারণ  কালিয়াকৈরে বাড়ইপাড়া বড়ইছুটি আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজে হাতে কলমে শিক্ষাদানের উদ্দেশ্যে ব্যবহারিক ক্লাসের আয়োজন করা হয়।  জাতীয় শিক্ষাক্রম -২০২২ অনুযায়ী  প্রণীত এবং  ২০২৩ শিক্ষাবর্ষে  ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের  বাংলাদেশের টেকসই উন্নয়ন ও নতুন  বিশ্বের  সাথে  তাল মিলিয়ে চলা নিশ্চিত  করার  লক্ষে হাতে কলমে শিক্ষাদানের উদ্দেশ্যে ব্যবহারিক ক্লাসের আয়োজন করা হয় ৬০ জন শিক্ষার্থীকে মোট ৬ টি গ্রুপে ভাগ করে   ৩ টি ক্লাসে প্রদর্শন পদ্ধতি   এবং  ৩ টি ক্লাসে দলগত অনুশীলন  করে মোট  ১০ টি ক্লাস  সম্পন্ন  করা হয় । বাংলাদেশের ক্রমাগত অর্থনৈতিক উন্নয়ন,  শিল্পবিপ্লব, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে বিশ্বের  সাথে  তাল মিলিয়ে  চলার  জন্য  শিক্ষার্থীদের দক্ষ  করে গড়ে তোলার জন্য এই উদ্যোগ । এই স্কিল  কোর্স   বাজার থেকে শুরু করে  ভাত রান্না ,  ডিম ভাজা  ও আলু ভর্তা  অন্যান্য সবজী পাক করা সব বিষয়ে  প্রশিক্ষন দেওয়া হয়েছে । উক্ত ব্যাবহারিক ক্লাস পরিদশন  করেন বাড়ইপাড়া আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ , সহকারী প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, হযরত মাওলানা ইউনুস আলী ,  সহকারী শিক্ষক নাসরিন খাতুন, মলিনা আক্তার মলি , মাহবুব আলম, আর্ট মাস্টার ইব্রাহিম হোসেন, হাবিবা আক্তার, লিপা আক্তার, সাকিবুল হাসান, মুর্শেদ আলম সহ ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

About vorerbangladesh

এক ক্লিকে বিভাগের খবর