বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সর্বশেষ
সেই উর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এজাহার দায়ের গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন কালিয়াকৈর উপজেলা শাখার ২০২৪ কমিটি ঘোষণা । অবৈধ দখলদারদের উচ্ছেদের নামে গরিবের বাড়ি-ঘর ভাঙা হয়েছে- স্থানীয় সরকার উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ কালিয়াকৈরে আইএফআইসি ব্যাংকের এর ৪৮ তম পূর্তি উদযাপন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া কালিয়াকৈর উপজেলা কমিটির উদ্যোগে পুরস্কার বিতরণ ও ইসলামী সম্মেলন । পনের বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না”-স্থানীয় সরকার উপদেষ্টা বায়ুদূষণ, পানিদূষন এবং শব্দদূষণের বিরুদ্ধে সরকার ও গণমাধ্যম একসাথে কাজ করবে: সৈয়দা রিজওয়ানা হাসান সুনামগঞ্জে চিনি,মোটর সাইকেল ও কয়লা বোঝাই নৌকাসহ আটক ১ ভূঞাপুরে প্রকাশ্য দিবালোকে মুসলিম হত্যা, প্রতিবাদে ঝাড়ু মিছিল-সড়ক অবরোধ

খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায় –ডিএমপি কমিশনার

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

ভোরের বাংলাদেশ প্রতিবেদক:

“খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়”, বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি।

আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে কল্যাণ ও ফোর্স বিভাগের আয়োজনে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আজকে অত্যন্ত মনোমুগ্ধকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি ফাইনাল ম্যাচ উপভোগ করেছি। আমরা চাই এমন খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক দক্ষতার আরো উন্নতি করতে। পুলিশকে নিত্যদিনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আজকে এই খেলার মাধ্যমে সেই যোগ্যতার প্রমাণ দিয়েছে ডিএমপির পুরুষ ফুটবল ও নারী ভলিবল দল।

ডিএমপি কমিশনার খেলাধুলার সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ফোর্সের শারীরিক দক্ষতা ও মনোবল বৃদ্ধির জন্য আরো বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। এ ধরনের আয়োজনে ফোর্সের মানসিক প্রফুল্লতা ও কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে। তাই ভবিষ্যতেও খেলাধুলার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২টি কোম্পানীর মধ্যে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে কল্যাণ ও ফোর্স বিভাগ। এই দলগুলোর মধ্যে চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে পুরুষ ফুটবলে ফাইনালে উঠে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস ও ৫ নং কোম্পানী। আর নারী ভলিবলে ফাইনালে উঠে হেডকোয়ার্টার্স কোম্পানী ও ২নং কোম্পানী।

আজ রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে পুরুষ ফুটবলে ১-০ গোলে ৫ নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস।

অপরদিকে নারী ভলিবলে ২নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হেডকোয়ার্টার্স কোম্পানী।

ডিএমপি কমিশনার চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকে শুভেচ্ছা জানান এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি, পিপিএম; ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম, রাজারবাগে কর্মরত কর্মকর্তাগণসহ খেলোয়াড় ও দর্শকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

About vorerbangladesh

এক ক্লিকে বিভাগের খবর