দেওয়ান সামান উদ্দিন ।
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন কালিয়াকৈর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।বুধবার বিকেলে উপজেলার মৌচাক বাসমতি রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয়। কালিয়াকৈর উপজেলা কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি নুর মোহাম্মদ মামুনের সভাপতিত্বে আলহাজ্ব আনোয়ার আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ কলেজের চেয়ারম্যান অধ্যাপক এম ই এইচ আরিফ, শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান ,কফিল উদ্দিন আহম্মেদ পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক আজিজুল ইসলাম মানু , সহকারী শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম । সব শেষে নূর মোহাম্মদ মামুনকে সভাপতি ও মোহাম্মদ আলহাজ্ব আনোয়ার আজাদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।