মো. সেলিম হোসেন, গোপালপুর -টাঙ্গাইল:
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে খন্দকার রোকনুজ্জামান রঞ্জুকে সভাপতি ও রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২৩ জন সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।
খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুলের সাবেক প্রধান শিক্ষক খন্দকার বেলায়েত হোসেন মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রাণী সম্পদ কর্মকর্তা বাবু স্বপন চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আমিনুল ইসলাম ও নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ডেইরি ফার্ম মালিকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।