গোপালপুরে দৈনিক মজলুমের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. সেলিম হোসেন,  গোপালপুর-টাঙ্গাইল:
টাঙ্গাইল থেকে প্রকাশিত বহুল প্রচারিত ‘দৈনিক মজলুমের কণ্ঠ’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গোপালপুর প্রেসক্লাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুস ছাত্তার, দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক অভিজিৎ ঘোষ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুস সালাম, নূর আলম ও রুবেল আহমেদ এবং শিক্ষক কামরুজ্জামান রিপনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে পত্রিকার দীর্ঘায়ু কামনা ও সকলের সুস্বাস্থ্য কামনায় দোয়া পরিচালনা করেন সাংবাদিক মাহদী হাসান শিবলি।

০১/০৯/২০২২

এই রকম আরো কিছু খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button