চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত সদস্য মঞ্জুর মোর্শেদ স্বপনকে গণ সংবর্ধনা প্রদান করে চিতলমারী বিএনপি নেতাকর্মীরা।
৩০ ( আগষ্ট) শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে সড়ক পথে আসার সময় টুঙ্গি পাড়া মধুমতি সেতু পার হলে শতশত উৎসুক মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় মটর সাইকেলের একটি বিশাল বহর নিয়ে তিনি উপজেলার চিংগুড়ী গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ জসিম ফকিরের কবর জিয়ারত শেষে হিজলা গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ সাব্বির মল্লিকের কবর জিয়ারত করেন।
সেখান থেকে বেলা ১২ টায় বিএনপি নেতা স্বপন চিতলমারী সদর বাজারে পৌঁছেন এবং এলাকার সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় করেন। অত:পর শিবপুর বাদশা মার্কেটে এসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।