খন্দকার মাসুদ রানা, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আব্দুল্লাহ আল মামুন। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাকসুদ জামিল মিন্টু তার লিখিত বক্তব্যে জানান, শনিবার যে পরিবার আমাদের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেছেন তা সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মিনা বাজারের নামে যে জমি ক্রয় করা হয়েছে সে জমি আমার একার না। এটি পুরো সমাজের। জমি পেলে মিনা বাজার পাবে আর না পেলে আমার কিছু আসে যায় না। কিন্তু আমি একটি দলের সাথে সম্পৃক্ত আছি। সেই দলের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে কোন কুচক্রি মহলের ইন্দোনে তারা সংবাদ সম্মেলন করেছে। এটি জমি সংক্রান্ত বিষয়, দলীয় কোন বিষয় না। কিন্তু তারা দলীয় ব্যানার ব্যবহার করে আমার দলের সম্মানহানী করেছে। আমি তাদের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য যে, শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে উপজেলার গোবিন্দাসী গ্রামের জমির উদ্দিনের ছেলে প্রতিবন্ধী ফেরদৌস শেখ ও মোঃ ইদ্রিস আলী। এসময় ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিক ও বিএনপি'র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: ৩৭৭/১, তৃতীয় কলোনি, মাজা রোড, লালকুঠি, মিরপুর -১, ঢাকা -১২১৬
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৯২, লালবাগ রোড, রহমততুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজ ,২য় তালা ,রুম নাম্বার ৩১, লালবাগ ঢাকা-১২১১
vorerbangladesh@gmail.com