দেওয়ান সামান উদ্দিন ।
টাঙ্গাইলের মির্জাপুরে বেপরোয়া গাড়ী চালনোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে গোড়াই হাইওয়ে থানা পুলিশ । আজ দিন ব্যাপি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্পিড গান বসিয়ে এই অভিযান পরিচালনা করেন এস আই আনিছুর জামান । এ সময় যে সমস্ত গাড়ী অতিরিক্ত গতিতে চালাচ্ছেন তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে মামলা । আর যে সমস্ত গাড়ির গতিসীমা নিয়মের ভিতরে চলছে এবং বৈধ কাগজপত্র আছে তাদেরকে দেওয়া হচ্ছে সঠিকভাবে গাড়ি চালানোর পরামর্শ । পুলিশের এ সব সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ । এ সময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ গোড়াই হাইওয়ে থানা মোঃ আদিল মাহমুদ, এটিএসআই আশরাফুল ,কনস্টেবল মাসুদ, রাফিউল ও আব্দুল মোতালেব সহ অন্যান্য কর্মকর্তাগন ।