বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সর্বশেষ
সেই উর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এজাহার দায়ের গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন কালিয়াকৈর উপজেলা শাখার ২০২৪ কমিটি ঘোষণা । অবৈধ দখলদারদের উচ্ছেদের নামে গরিবের বাড়ি-ঘর ভাঙা হয়েছে- স্থানীয় সরকার উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ কালিয়াকৈরে আইএফআইসি ব্যাংকের এর ৪৮ তম পূর্তি উদযাপন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া কালিয়াকৈর উপজেলা কমিটির উদ্যোগে পুরস্কার বিতরণ ও ইসলামী সম্মেলন । পনের বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না”-স্থানীয় সরকার উপদেষ্টা বায়ুদূষণ, পানিদূষন এবং শব্দদূষণের বিরুদ্ধে সরকার ও গণমাধ্যম একসাথে কাজ করবে: সৈয়দা রিজওয়ানা হাসান সুনামগঞ্জে চিনি,মোটর সাইকেল ও কয়লা বোঝাই নৌকাসহ আটক ১ ভূঞাপুরে প্রকাশ্য দিবালোকে মুসলিম হত্যা, প্রতিবাদে ঝাড়ু মিছিল-সড়ক অবরোধ

নিম্ন আদালতে একযোগে ১৬৮ বিচারককে বদলি

ভোরের বাংলাদেশ ডেস্ক: / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

ঢাকা: নিম্ন আদালতে একযোগে ১৬৮ জন অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) তাদের বদলি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন, ৪৭ জন অতিরিক্ত জেলা জজ ও সাত জন যুগ্ম জেলা জজ রয়েছেন।

বদলি করা অতিরিক্ত জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের জেলা ও দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদেরকে প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি করা যুগ্ম জেলা জজদের জেলা ও দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

About vorerbangladesh

এক ক্লিকে বিভাগের খবর