মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি।

বাজার সিন্ডিকেট বিষয়টি নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে উপদেষ্টা বলেন,
ঢাকার কাওরানবাজারেই একটা পণ্য চার বার হাতবদল হয়, তাই না? এগুলো প্রিজামপটিভ মানি, তুমি এতো টাকায় বিক্রি করলে এতো টাকা পাবে। এভাবে টাকা আদায় করা হয়। এগুলো বন্ধ করতে হবে। চাঁদাবাজি হয় সেসব বন্ধ করতে হবে। জেলা শহর থেকে একটি ট্রাক মালামাল নিয়ে ঢাকা পর্যন্ত আসতে সাত হাজার টাকা লাগে, কেউ একজন আমাকে বলেছিলেন। তবে এটা কিন্তু বাণিজ্য কিংবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব না। এটা যাদের দায়িত্ব, তাদের সঙ্গে কথা বলব।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অনেকে আত্মগোপনে রয়েছেন। নতুন করে চাঁদাবাজ তৈরি হবে না-সেই নিশ্চয়তা কী- জানতে চাইলে উপদেষ্টা বলেন,
আমার কাছে অনেক প্রতিবেদন আসছে। চাল কিনবে চাতাল থেকে, এক গ্রুপ নিয়ে চলে গেছে। আরেকগ্রুপ এসে আবার চাঁদা দাবি করেছে। তাৎক্ষণিকভাবে ডেপুটি কমিশনারকে খোঁজখবর নিতে বলা হয়েছে। যাতে ভালো ব্যবসায়ীরা বাধাপ্রাপ্ত না হয়। আমি জানি, এক গোষ্ঠী গেলে নতুন করে আরেক গোষ্ঠী আসবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কোনো নির্দেশনা দেয়া হয়েছে কিনা-এ প্রশ্নে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে খোলাবাজারে কিছু বিক্রি করতে হবে।

তবে সবকিছু একদিনে ভালো হয়ে যাবে এমন প্রত্যাশা যাবে না- এ কথা জানিয়ে উপদেষ্টা বলেন, হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিলে নিষ্পাপ লোকজন ভুক্তভোগী হবেন।

এ সময়ে এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা পরিস্থিতির কারণে টিসিবির ডিস্ট্রিবিউশন স্থগিত আছে। আমরা পর্যবেক্ষণ করছি। খুব অল্প সময়ের মধ্যেই এটা চালু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

About vorerbangladesh

এক ক্লিকে বিভাগের খবর