দেওয়ান সামান উদ্দিন।
প্রতিবছরের ন্যায় এবার ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নে চেয়ারম্যান বাড়ীর আয়োজনে বেনুপুর বি আর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আব্দুস সাত্তার স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করা হয় । উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক এই ফুটবল খেলা দেখার জন্য ছুটে আসে। কানায় কানায় ভরে যায় মাঠের চারদিক । আজ শুক্রবার খেলাটি শুভ উদ্ভোধন করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম আজাদ । এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন শাহীন ,মো: ওয়াসিম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোহরগঞ্জ কুমিল্লা, ঢাল জোড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইছাম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন গজ নবী , ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন সহ আরো অনেকে ।
খেলায় মির্জাপুর টেক ইট রেষ্টুরেন্ট কে ১ / ০ গোলে হারিয়ে আশুলিয়া মাঝি স্পোটিং ক্লাব বিজয়ী হন ।