সর্বশেষ
সর্বশেষ
ভালো মানসম্মত কাজ করে দর্শক হৃদয়ে জায়গা করে নিতে চান মডেল সামিরা ইসলাম রুনা ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের ফ্যামিলি ডে পালিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত ফের বইছে শক্তিশালী বাতাস, দাবানল আরও ছড়ানোর শঙ্কা ইবিতে বায়োটেকনোলজি বিভাগের দুই দিনব্যাপী পিঠা উৎসব  র‌্যাব-১০ এর অভিযান  রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ীগ্রেফতার র‌্যাব-১০ এর বিশেষ অভিযান  অবশেষে চাঞ্চল্যকর বেকারির শ্রমিক মোঃ আলালকে আটকে রেখে করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী চক্রের সদস্য সৈকতসহ ০৬ জন’ আটক    ইবি শেষ রাসেল হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন  প্রফেসর শাহজাহান আলী স্কুল এন্ড কলেজে আন্ত শ্রেণী ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত । ইবিতে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের যাত্রা শুরু:’সভাপতি রাহাত, সেক্রেটারি সাগর’

সাফল্যেও মিমির তুফান দাপদের কাছে হার মেনে নিয়েছে সব সিনেমাগুলো

ভোরের বাংলাদেশ ডেস্ক: / ১১২ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

দুই বাংলার নায়িকাদের লড়াই ভালোই জমবে। একদিকে ঈদের সিনেমা দিয়ে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও কৌশানির যাত্রা শুরু। অন্যদিকে দেশের নায়িকা বুবলী, ববি আর পূজার মুখোমুখি হওয়া নিয়ে কৌতূহলও ছিল বেশ। পাশাপাশি একাধিক সিনেমা নিয়ে চলছিল নানা আলোচনা। কেউ বলছিলেন, শাকিব-মিমির তুফান থামাবে বুবলীর ‘রিভেঞ্জ’। এছাড়া ভালো ব্যবসা করার সুযোগ থাকবে ববির ময়ূরাক্ষী ও কৌশানির ডার্ক ওয়ার্ল্ডের। কিন্তু মুক্তির পরই পাল্টে গেছে সকল হিসেব-নিকেশ।

তুফান দাপদের কাছে শুরুতেই হার মেনে নিয়েছে সিনেমাগুলো। শুধু তাই নয়, তুফানে মিমি-নাবিলারা যেভাবে প্রশংসা কুড়াচ্ছেন তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি বুবলী-ববিরা! এমনকি একের পর এক সিনেমা ফ্লপ হওয়ার কারণেই নাকি দুটি সিনেমা থেকে এরইমধ্যে বাদ পড়েছেন বুবলী। ববি অবশ্য নিজের সিনেমা ফ্লপের জন্য নির্মাতার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে আলোচনা-সমালোচনা যত লম্বাই হোক না কেন, ওপার বাংলার নায়িকার মিমি এবং সুপারস্টারের সিনেমা ঠিকই ব্যবসা সফলের তকমা নিজের করে নিয়েছে। প্রশংসিত হয়েছে সিনেমাটির একাধিক গান। সেই সাফল্যের ধারাবাহিকতায় কলকাতাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও রায়হান রাফী নির্মিত সিনেমাটি দেশের ১২০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিমি চক্রবর্তী। এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘অনেকদিন পরে বাণিজ্যিক বাংলা ছবির গান এত জনপ্রিয় হলো। তাছাড়া সিনেমাটির মেকিং এত ভালো হবে ভাবিনি। পরিচালকের ভাবনায় শাকিব একদম আলাদা হয়ে এসেছেন। এই ছবি বাংলাদেশের ২০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।’

সিনেমাটির গান নিয়ে ওপার বাংলার দর্শকরা নেতিবাচক আলোচনা করছেন বলে জানান এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে আক্ষেপের সুরে মিমি বলেন, ‘বাংলাদেশের মানুষ ভালো কাজকে দারুণভাবে গ্রহণ করতে জানে। এসি ছাড়া হলে এই গানের সঙ্গে অসংখ্য লোক নাচে। আর কলকাতায় এ গান শুনে মানুষ খারাপ মন্তব্য করতে ব্যস্ত। বাঙালিরা নাক উঁচু হয়ে যাচ্ছে। ভেবেই নিচ্ছে নাচ-গান খারাপ। বলছে বাণিজ্যিক ছবি দেখে না। তা হলে দুষ্টু কোকিল, উরাধুরা কারা দেখছে?’

দেশের সিনেমায় কলকাতার নায়িকাদের থিতু হওয়া নিয়েও নানা কথা শোনা যায়। এরইমধ্যে ইধিকা পাল, দর্শনা বণিক, কৌশানিসহ বেশ কয়েকজন নায়িকাকে নিয়মিত কাজের অংশ হতে দেখা গেছে। ঈদে সেই তালিকায় নাম লিখিয়েছেন মিমি। সেই জায়গায় বাড়তি পাওনা শাকিবের সঙ্গে যাত্রা শুরু! সেটাও আবার ঈদের সিনেমা দিয়ে। সব মিলিয়ে ঢাকার সিনেমায় মিমির অভিষেক বেশ রঙিনই হলো বলা চলে। বিষয়টি মিমি নিজেও স্বীকার করেছেন। তিনি বলেন, ‘তুফান শাকিব খানের ছবি জেনেই কাজ করেছি আমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

About vorerbangladesh

এক ক্লিকে বিভাগের খবর