
হিলি প্রতিনিধি।
দিনাজপুরের হিলিতে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ মমেনা বেগম (৩১)
নামে এক নারী ব্যবসায়ীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারী) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তি¡তে উপজেলার থানা
মোড় থেকে ৪৯ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ জানান, আমরা
গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি যে মাদক পাচার হবে। এমন সংবাদে এ এস
আই নূর আলমকে থানা মোড়ে অবস্থান নিতে বলা হয়। এক পর্যায়ে সেখানে
একটি রিক্সাকে থামিয়ে রিক্সাসহ মহিলাকে থানায় এনে তল্লাসী করে শরীরে অভিনব
কায়দায় ফিটিং অবস্থায় ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে মাদকের
মামলা দায়েল পূর্বক আদালতের মাধ্যমে দিনাজপুর হাজতের প্রেরন করা হবে।
আটককৃত নারীর বাড়ি হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত-
মনছের আলীর মেয়ে।