১০ বছর পূর্তি উপলক্ষে ২২ সেপ্টেম্বের রোজ শুক্রবার, ২০২৩ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর স্থায়ী
ক্যাম্পাস মতিঝিলে সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৭০০ এর অধিক সাবেক
শিক্ষার্থীদের হাসি–আনন্দ–স্মৃতিচারণ–আড্ডায় মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিদের আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দ্বিতীয় পর্বে ছিল
প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. কামরুল
হাসান খান, সম্মানিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল যোসেফ এ. রোজারিও এবং বিশেষ অতিথি ছিলেন
জনাব সোলাইমান শুখন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপ-উপচার্য, রেজিষ্ট্রার এবং প্রাক্তন
শিক্ষার্থীদের সমন্বয়কারী।
প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এ আয়োজনের মাধ্যমে উনারা আবার তাদের শেকড়ে ফিরতে পেরেছেন এবং প্রতি
বছর এমন আয়োজনের দাবি জানান যা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাবে।