উজবেকিস্তানে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ দেখ‌ছে এফবিসিসিআই

ঢাকা:উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মো: জসিম উদ্দিন।

উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাখরোম আলয়েভের নেতৃত্বে উজবেকিস্তান প্রতিনিধিদলের সঙ্গে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি। বৃহস্পতিবার এফবিসিসিআই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উজবেকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও প্রবৃদ্ধির অংশীদার হিসেবে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, উচ্চ পর্যায়ের সফর এবং অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাধ্যমে উভয় দেশই গতি পেয়েছে। ঢাকা-তাসখন্দ সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, কৃষি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও আসিয়ান দেশগুলোর আঞ্চলিক প্রবেশদ্বার এবং এশিয়ার দুই জায়ান্ট ভারত ও চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সংযোগ হিসেবে কাজ করছে।

তিনি বলেন, সরকার আধুনিক অবকাঠামোসহ ১০০টি অর্থনৈতিক অঞ্চল, ৩০টি আইটি পার্ক এবং পর্যটন পার্ক তৈরি করছে। উজবেকিস্তান এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে ব্যবসা শুরু করতে পারে বলে। এছাড়া পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, হিমায়িত সামুদ্রিক খাবার, প্লাস্টিক পণ্য, সিরামিক, পাট ও চামড়াজাত পণ্য, আইসিটি, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগিতামূলক শক্তি রয়েছে। উজবেক বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য এবং জেনেরিক ওষুধ আমদানি করতে পারে।

এই রকম আরো কিছু খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button