আহত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

ভোরের বাংলাদেশ প্রতিবেদক:হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে দেখতে যান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। অভিযোগ উটেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের নির্যাতনে আহত হন তিনি।

375198825_1267968750573224_3047089261442196344_nআহত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন নাঈম। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে বিএসএমএমইউ’তে যান ডিএমপি কমিশনার। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে এন. রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএমপি কমিশনার হাসপাতালে গিয়ে নাঈমের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে ডিএমপি কমিশনার বলেন, তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত কারা দোষী তা বলা যাচ্ছে না। দুই জন অফিসারকে আইডেন্টিফাই করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে কার কতটুকু দোষ সেটা জানা যাবে।

এই রকম আরো কিছু খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button