
ইউক্রেন যুদ্ধের প্রভাবে তেলের দাম বেড়েছে: কাদের
ইউক্রেন যুদ্ধে তেলের দামে প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। তেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে।’
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতর কথা উল্লেখ করে কাদের বলেন, ‘মানুষ কষ্ট পাবে না। শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তিনি করোনা সংকটের সময়েও তার দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে।’
‘এবার দেশের মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আসল কথা হলো মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়, তাদের গায়ে জ্বালা হয়।’
ঈদে মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছেন উল্লেখ করে সড়কমন্ত্রী বলেন, ‘রাস্তা থেকে যাত্রীদের কোনো টেলিফোন পাইনি। ঘরমুখো মানুষের কান্না ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারণে ঈদটা ভালোই কেটেছে।’
মন্ত্রী আরও বলেন, ‘এবার ঈদযাত্রা স্বস্তির হওয়ার কারণ হলো সড়কের অবস্থা অতীতের যে কেনো সময়ের চেয়ে ভালো। দ্বিতীয়ত যারা হাইওয়ে পুলিশ আছেন, মালিক শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়ে- এরা সবাই সবার দায়িত্ব যথাযথ পালন করেছে।
তিন বছর পর গতকাল নিজ এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জ গিয়েছিলেন ওবায়দুল কাদের। এ সম্পর্কে তিনি বলেন, ‘বাড়িতে অনেকদিন পরে গিয়েছি, বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল।’
উল্লেখ্য, ঈদের আগে দেশে সয়াবিন তেলে সংকট দেখা দেয়। সাধারণ মানুষ দোকানে গিয়ে তেল পাননি বেশি দাম দিয়েও। ঈদের পরই ঘোষণা এলো তেলের দাম বৃদ্ধির।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৮০ টাকায় বিক্রি হবে। শনিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।