
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা সোমবার শুরু

ভোরের বাংরাদেশ ডেস্কঃ ড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি)-এর
পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আগামী সোমবার থেকে শুরু
হতে যাচ্ছে ‘ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩।’
এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ শনিবার (০১ এপ্রিল,
২০২৩) দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক
এফএম ইকবাল বিন আনোয়র (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও
ফিদে জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম, ফেডারেশনের যুগ্ম-
সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর
রশিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয় ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা
আগামী সোমবার (০৩ এপ্রিল) দুপুর ২টা থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের
ক্রীড়াকক্ষে শুরু হবে। ৯ দিন ব্যাপী এই প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে
অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মোট নগদ দুই লক্ষ টাকা প্রাইজমানি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা একটি
ব্যক্তিগত ইভেন্ট। যেখানে বাংলাদেশ ও অন্যান্য দেশের গ্র্যান্ড মাস্টার, ফিদে
মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টাররা অংশ নিয়ে থাকেন।
সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন পরিবার
প্রতি বছর বাংলাদেশ দাবা ফেডারেশনের অনেকগুলো আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকি।
আন্তর্জাতিক রেটিং দাবায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছি। এবারও এই
প্রতিযোগিতার সঙ্গে আমরা ওয়ালটন পরিবার সম্পৃক্ত হয়েছি। রেটিং দাবায় শুধু
বাংলাদেশের নয়, অন্যান্য দেশের বড় বড় দাবাড়–রা অংশ নিয়ে থাকেন। রেটিং দাবায়
নতুন দাবাড়– যারা তারা তাদের রেটিং বাড়িয়ে নিতে পারবেন। পুরনো দাবাড়–রাও তাদের
রেটিং বাড়াতে পারবেন। অবশ্য যারা খারাপ খেলবেন তাদের রেটিং কমবে। এবারও এই
রেটিং দাবা প্রতিযোগিতায় ২ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। আমি এই
টুর্নামেন্টের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।’
সৈয়দ শাহাব উদ্দিন শামীম বলেন, ‘প্রতি বছর ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আমরা
আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আয়োজন করে থাকি। এবারও ওয়ালটনের
পৃষ্ঠপোষকতায় সেটা সম্ভব হচ্ছে। সে জন্য ওয়ালটনকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা
জানাই। এর আগেও ওয়ালটন আমাদের সঙ্গে ছিল। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ২০১৪
সাল থেকে প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ দাবা লিগ, দ্বিতীয় বিভাগ দাবা লিগ, বিজয়
দিবস দাবাসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে আসছি। ওয়ালটন আমাদের পাশে
থাকায় তাদের ধন্যবাদ।’