
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি)-এর
পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আজ সোমবার থেকে শুরু হয়েছে
‘ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩।’
আজ সোমবার (০৩ এপ্রিল, ২০২৩) দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ
নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়র (ডন)। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের
যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ওয়ালটন
গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ ও আন্তর্জাতিক দাবা
বিচারক মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
এবারের এই ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় একজন গ্র্যান্ড মাস্টার,
একজন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। উদ্বোধনী
অনুষ্ঠানের পর প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। প্রথম রাউন্ডের খেলা শেষে
৬৮ জন খেলোয়াড় নিজ নিজ খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেন।
প্রতিযোগিতার খেলা ৯ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং
বিজয়ীদের মোট নগদ সোয়া দুই লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
দ্বিতীয় রাউন্ডের খেলা আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে শুরু হবে।