কালিয়াকৈর উপজেলার উন্নতি ধারা অব্যাহত রাখতে আগামী একুশে মে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আবারো উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন সিকদারকে আনারস প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন প্যানেল মেয়র খাত্তাব মোল্লা। তিনি গত কয়েকদিন যাবত উপজেলার পাড়া মহল্লা বিভিন্ন ফ্যাক্টরি এবং বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে ভোট প্রার্থনা করেন এবং উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।। এ সময় আরো উপস্থিত ছিলেনে কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গাফ্ফার মোল্লা , মহল্লা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোবারক মোল্লা , গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য সোহাগ খান সহ অন্যান্য নেতা কর্মিরা ।
### দেওয়ান সামান উদ্দিন। ### কালিয়াকৈর গাজীপুর ।