
সাইফুল ইসলাম শিশির,কুমিল্লাঃ
কুমিল্লায় কোতয়ালী মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদককারবারি গ্রেফতার। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আকছিনা এলাকায় মৃত. জয়নাল আবেদীন এ-র ছেলে মোঃ আমজাদ হোসেন পারভেজ(৩৭),একেক উপজেলার ধজনগর এলাকায় মৃত. বজলু মিয়ার ছেলে মোঃ মমিন মিয়া (৩৯), একেক উপজেলার ধজনগর এলাকায় কুদ্দুস মিয়ার ছেলে রাকিব (২০)
পুলিশ সূত্র জানা যায়, পহেলা এপ্রিল রাত ৯ টায় সময় কোতয়ালী মডেল থানায় এসআই শেখ মফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আদর্শ সদর উপজেলার ২নং দূর্গাপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এর আমতুলী এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী ড্রাইবারশন তিন রাস্তার মোড়ের উপর হতে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েল করা হয়।পরে তিন আসামীকে কুমিল্লা আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।