মো. সেলিম হোসেন, গোপালপুর -টাঙ্গাইল:
টাঙ্গাইলের গোপালপুরে বারেক (৬৫) নামে নিখোঁজ এক বৃদ্ধের লাশ বৈরাণ নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে নগদা শিমলা ইউনিয়নের সেনের মাকুল্যা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত বাহাজ আলীর ছেলে। জানা যায়, সেনের মাকুল্লা কবরস্থান থেকে সাঁতরে নদী পার হওয়ার সময় ওই বৃদ্ধ শনিবার সকালে নিখোঁজ হয়। স্থানীয়রা নদীতে নেমে তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়। পরে টাঙ্গাইল থেকে ডুবুরি দলের দুইটি ইউনিট এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বিকালে তারা নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।