
গোপালপুরে নৌকার পোস্টার ছিঁড়ে নিল দুষ্কৃতকারীর দল
মো. সেলিম হোসেন, গোপালপুর-টাঙ্গাইল:
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নৌকা প্রতীকের দুই শতাধিক সাঁটা পোস্টার রাতের আঁধারে ছিঁড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত দুইটার দিকে ইউনিয়নের এক নং ওয়ার্ড নবগ্রাম বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই বাজারে অন্য প্রতীকের সাঁটা শত শত মার্কা দৃশ্যমান। শুধু নৌকা প্রতীকের কোন মার্কা নেই। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা জল্পনা-কল্পনা ও নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, দেশীয় অস্ত্র নিয়ে এক দল দুষ্কৃতকারী মটরসাইকেল নিয়ে এসে অশ্লীল ও হুমকিমূলক কথাবার্তা বলে নৌকার সকল মার্কা ছিঁড়ে নিয়ে যায়। হেলমেট পড়া থাকায় কাউকে চেনা যায়নি।
নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল মোমেন জানান, নৌকার বিজয় সুনিশ্চিত জেনে হিংসাত্মক পতিপক্ষের দুষ্কৃতকারীরা এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।