
গোপালপুরে বিদ্যালয়ের ছাদে ছাত্রী ধর্ষণ, আটক-১
মো. সেলিম হোসেন, গোপালপুর-টাঙ্গাইল:
গোপালপুরে দশম শ্রেণির ছাত্র’র বিরুদ্ধে বিদ্যালয়ের ছাদে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে থানায় নারী ও শিশু দমন আইনে মামলা হয়েছে। থানা পুলিশ মামলার একমাত্র আসামী রাকিব হাসানকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। রাকিব পৌরশহরের হাটবৈরান মধ্যপাড়ার জয়নাল আবেদীনের ছেলে ও খন্দকার আসাদুজ্জামান একাডেমির দশম শ্রেণির ছাত্র। জানা যায়, অভিযুক্ত রাকিব ওই ছাত্রীর সাথে প্রথমে প্রেমের সম্পর্ক করে। পরে বিয়ের প্রলোভনে বিদ্যালয়ের ছাদে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।