অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃমুজিব শতবর্ষ উপলক্ষে বাগেরহাটে চিতলমারীতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শণীয় জন্য,কৃষি উপকরণ ও বীজ বিতরণ করা হয়েছে।রবিবার (১৪জুলাই)সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ৭০০জন পরিবারে মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ সাংবাদিকদের জানান,অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পে আওতায় পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ১০০জন পরিবারকে তিন মৌসুমে জন্য ২১প্রকারে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক অরুণ কুমার সরকার প্রমুখ।