মোঃ খোরশেদ আলম, পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি!!
“ইলিশ হলো মাছের রাজা, জাটকা ও মা ইলিশ ধরলে হবে সাজা“। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শৈকত মল্লিক বলেন , এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের সমন্বয়ে নদীতে অভিযান চলছে। নিষেধাজ্ঞার ২২দিন এমন অভিযান অব্যাহত থাকবে। এরপরও যারা আইন অমান্য করে নদীতে যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর মধ্য রাত থেকে নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।
তারই ধারাবাহিকতায়
১৭ই অক্টোবর রোজ বৃহস্পতিবার রাতের আঁধারে শিবসা নদীর বিভিন্ন পয়েন্টে
দারুন মল্লিক, সোলাদানা, শান্তা সহ নদীতে অবৈধ ভাবে জাটকা ও মা ইলিশ ধরার সময় ৪টি জাল উদ্ধার করেন । এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ জাটকা ও মা ইলিশ নিধনকারী ক্ষতিকর জাল অপসারনের জন্য উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শৈকত মল্লিক ও পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ি যৌথ মোবাইল কোর্ট ।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ কাওছার হোসেন আকন মেরিন ফিশারিজ অফিসার, রণধীর সরকার ক্ষেত্র সহকারী ও জনাব মোঃ শরিফ আল মামুন এস আই নৌপুলিশ এবং তার সহকর্মী বৃন্দ