নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল জেলা ডাক পরিবার ও প্রধান ডাকঘর আয়োজিত টাঙ্গাইল পোস্টাল ডিভিশনের অভিভাবক ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ ওমর ফারুক -এর বদলিজনিত বিদায় ও নবাগত ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মোরশেদ আলম এর শুভাগমন উপলক্ষে টাঙ্গাইল ডিভিশন অফিস প্রাঙ্গণে গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে ডিভিশন অফিস পরিদর্শন শেষে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কেন্দ্রীয় সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মোঃ ফরিদ আহমেদ।
পোস্ট অফিস সুপার খন্দকার মশিহুর রহমান-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পোস্টমাস্টার (প্রথম শ্রেণী) আব্দুল্লাহ-আল-নোমান, ডেপুটি পোস্টমাস্টার এবিএম নুরুল আমিন খান, পরিদর্শক (প্রশাসন) মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (টাঙ্গাইল উত্তর ও মধুপুর উপ-বিভাগ) মোঃ গোলাম মোস্তফা ও টাঙ্গাইলের সকল উপজেলা-সাব পোস্টমাস্টার এবং সকল কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি কর্মচারীদের উদ্দেশ্য করে তাঁর বক্তব্যে বলেন, টাঙ্গাইল পোস্টাল বিভাগ একজন ডায়নামিক অফিসার পেল। তার সঙ্গে আপনারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সৎ ও ন্যায়-নিষ্ঠার সাথে ডাক বিভাগকে এগিয়ে নিয়ে যাবেন- এ প্রত্যাশা রইল আপনাদের প্রতি।
বিদায়ী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক বলেন, মানুষ ভুলত্রুটির উর্ধ্বে নয়, আমারো হয়তো ভুল থাকতে পারে।ডিভিশনের স্বার্থে অনেককেই অনেক কিছু বলতে হয়েছে, হয়তো আমার কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
নবাগত কর্মকর্তা মোঃ মোরশেদ আলম কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আমি যেকোন সময় আপনাদের অফিস সারপ্রাইজ ভিজিট করবো, আমি যেন কারো কোন ত্রুটি না পাই। অফিস সময়সূচি ঠিক রেখে সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডাকবিভাগকে এগিয়ে নিয়ে যাব।
বিশেষ অতিথি
আব্দুল্লাহ-আল-নোমান বলেন, বিদায় এবং শুভাগমন, একটি বিষাদ এবং অন্যটি আনন্দের।ওমর ফারুক স্যারের বিদায়ে আমরা অশ্রুসিক্ত। তাঁর লিডারশিপ কোয়ালিটি, সততা ও কর্মদক্ষতা টাঙ্গাইল বিভাগকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। সেই সাথে হেড অফিসের সকল কাজে স্যারের আন্তরিক সহযোগিতা পেয়েছি সবসময়।স্যারের জন্য দোয়া থাকবে সর্বদাই।
পরিদর্শক হাফিজুর রহমান বলেন, ওমর ফারুক স্যার ছিলেন সময়ের প্রতি নিষ্ঠাবান। আজকের কাজ তিনি আগামীকালের জন্য রেখে দিতেন না। এজন্য টাঙ্গাইলে তার মতো একজন অফিসারের আগমন ছিল আশীর্বাদস্বরূপ।
দেলদুয়ার উপজেলা পোস্টমাস্টার দেলোয়ার হোসেন বলেন, ওমর ফারুক স্যারের মতো একজন সৎ, ডায়নামিক, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ন অফিসার কে বিদায় জানাতে খুব কষ্ট হচ্ছে।
বল্লা বাজার সাব-পোস্ট মাস্টার মনিরুজ্জামান মাসুদ বলেন, মানবিক ও ডায়নামিক ডাক কর্মকর্তা ওমর ফারুক স্যার আমাদের টাঙ্গাইল বিভাগকে নবরূপে সাজিয়েছেন। তার-ই প্রচেষ্টার ফলে ডিভিশন অফিস আজ সুন্দর পরিবেশ পেয়েছে। শুধু ডিভিশন অফিস নয়, টাঙ্গাইলের সকল উপজেলা ও সাব অফিসের উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে সকল সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। টাঙ্গাইলে পস মেশিনের মাধ্যমে ডিএমএস কার্যক্রম কে বাস্তবায়নের লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করেছেন যা টাঙ্গাইলবাসী কোনদিন ভুলবে না। অফিস পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা সহ দুর্নীতির ক্ষেত্রে তিনি ছিলেন জিরো টলারেন্স।কর্মচারীদের সমস্যাও তিনি অনুভব করেছেন সমান তালে।
সখিপুর উপজেলা পোস্টমাস্টার আব্দুল মোমিন বলেন, ওমর ফারুক স্যার এর মতো একজন মানবিক ডাক কর্মকর্তা যেখানে থাকবে সেখানে ডাক বিভাগ পিছিয়ে থাকতে পারে না। স্যার যেখানেই থাকুন আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি পোস্টমাস্টার এবিএম নুরুল আমিন খান, এলেঙ্গা সাব-পোস্ট মাস্টার শাহজাহান আলী, সন্তোষ সাব-পোস্টমাস্টার আবু মুসা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মধুপুর উপ-বিভাগের পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা।
প্রকাশক ও প্রধান সম্পাদকঃ হাফিজুর রহমান
উপদেষ্টা সম্পাদক: গোলাম কিবরিয়া মিয়াজি
প্রধান কার্যালয়: ৩৭৭/১, তৃতীয় কলোনি, মাজা রোড, লালকুঠি, মিরপুর -১, ঢাকা -১২১৬
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৯২, লালবাগ রোড, রহমততুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজ ,২য় তালা ,রুম নাম্বার ৩১, লালবাগ ঢাকা-১২১১
নিউজ রুম মোবাইল: 01677452694
ইমেইল: vorerbangladesh@gmail.com
vorerbangladesh@gmail.com