আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে জনসভা ও আখেরি মিছিল করেছে সর্বস্তরের জনসাধারণ। মিছিলে হাজারো মানুষের ঢল নামে।
শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়। সেখানে এক জনসভায় রুপান্তরিত হয়। পরে আখেরি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর স্লুইস গেটে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন দোয়াত কলমের প্রার্থী মোছাঃ নার্গিস বেগম ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুল ইসলাম বাবু। এসময় মিছিলে অংশগ্রহণ করেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম তালুকদার মোহন, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, যুগ্ন সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম তরফদার বাদল, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদুল হক মাসুদ, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা, সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বর্তমান প্রার্থী হোসনে আরা বেবী সহ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মোছাঃ নার্গিস বেগম বলেন বলেন- বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আবারো জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।