ভোরের বাংলাদেশ প্রতিবেদক:
রাজধানীর দারুস সালাম থানা এলাকায় যৌথ বাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৭৭ লিটার দেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম মোঃ নুরু মাতব্বর (৪৮)।
আজ শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪ খ্রি.) ভোর আনুমানিক ০৫:২০ টায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকার এক ভাড়া বাসায় যৌথ অভিযান পরিচালনা করে নুরু মাতব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৭৭ লিটার দেশি মদ, মাদক বিক্রির ৪০২৫ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, দারুস সালাম থানা এলাকায় যৌথবাহিনীর একটি টিম ডিউটি করার সময় দারুস সালাম থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সিটি কলোনির একটি বাড়িতে মাদকদ্রব্য আছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।
এমন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ভোর আনুমানিক ০৫:২০ টায় ওই বাড়িতে যৌথ অভিযান চালিয়ে নুরু মাতব্বরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নুরু মাতব্বর বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে জব্দকৃত ৭৭ লিটার বেশি মদ রেখেছিল। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন জায়গায় মদসহ অন্যান্য অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো।
গ্রেফতারকৃত নুরু মাতব্বরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।