দেওয়ান সামান উদ্দিন ।
কালিয়াকৈর উপজেলা আটাবহ ইউনিয়নের চাতৈলভিটি স্বপ্নপুরী দরবার শরীফে শাহ সুফি হযরত খাজা আরশাদ পাগল আল আউলিয়া কামিলীন শাহার স্বরনে আশেকান মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাতৈলভিটি স্বপ্নপুরী দরবার শরীফে এই আশেকান মিলনমেলা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেকান ভক্তরা এই মিলন মেলায় অংশ নেয়। হাজী আতাহার হোসেন এর সঞ্চালনায় আনোয়ার মাষ্টার এর সভাপতিত্বে আশেকান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি হেলালউদ্দিন । এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ,কালিয়াকৈরে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আক্তার হোসেন প্রচার সম্পাদক এস এম মাহাবুব হোসেন , আটাবহ ইউনিয়ন বি এন পির সভাপতি আব্দুল বাছেদ মাষ্টার, কালিয়াকৈর উপজেলা শ্রমবিষয়ক সম্পাদক হাকিম মন্ডল , কালিয়াকৈর উপজেলা বি এন পির সহ দপ্তর সম্পাদক মোঃ নুরল আলম , মেম্বার নজরুল হক,কালিয়াকৈর থানা বি এন পির সম্পনিত সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, মোঃ জসিম উদ্দিন , আশেকান মেলার উপদেষ্টা আব্দুর জব্বার সহ আশেকান ভক্তরা ।