
২০ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘1Foru’গেট-টুগেদার প্রোগ্রাম
বিনোদন প্রতিবেদক: ২০ জানুয়ারি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘1Foru’গ্রেট টুগেদার প্রোগ্রাম। সকাল থেকে বিকে পর্যন্ত টিকটক তারকাদের সমাগম ও গেট টুগেদার পার্টি আয়োজন করা হয়েছে। মো:লিটন খান পরিচালিত প্রযোজনা পপি মিঠুন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে গুলশান নতুন বাজার যে ব্লক ৫ নাম্বার রোডে অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিঠুন,পপি ক্রিম মাপা,অর্থায় শারমিন শিলা, চিত্রনায়িকা জয়া চৌধুরী,জাউড়ার বউ, জুলি ভাবি,পড়শি আক্তার মৌ, সুমন, রুবিনা মনির, সাথী খান, জামাল ভাই, ভাবনা, বিল্লাল মাসুম, সহ অসংখ্য টিকটক তারকা। অনুষ্ঠানে আইটেম থাকবে দুপুরের লাঞ্চ, টিকটক টি শার্ট, বিজয়ীদের অ্যাওয়ার্ড, আকর্ষণীয় বিশেষ গিফট থাকবে ছোট বড় সকলের জন্য। অনুষ্ঠানে যারা আগ্রহী এই নাম্বারে যোগাযোগের করে আসতে পারেন ০১৮৯১৭৩৭৮৮৮।