দেওয়ান সামান উদ্দিন ।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-কালিয়াকৈর উপজেলা কমিটি, গাজীপুর এর উদ্যোগে দশম বার্ষিক সমাপনী পরীক্ষার পুরস্কার বিতরণ উপলক্ষে শিক্ষা সেমিনার ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা দারুল উলুম মাহমুদ নগর মাদ্রাসার হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মুফতি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র জনাব মোঃ মুজিবুর রহমান, জেলা বেফাকের সভাপতি মুফতী মাসউদুল করীম, সেক্রেটারী মাওলানা ফজলুর রহমান, উপজেলা কমিটির সেক্রেটারি মুফতী আউলাদ হোসেন সহ স্থানীয় মাদরাসার প্রিন্সিপালগণ এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া কালিয়াকৈর উপজেলা কমিটির উদ্যোগে পুরস্কার বিতরণ ও ইসলামী সম্মেলন ।
১৮