সুকুমার পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা’। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় তেলেগু ভাষার এ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমাটির গল্প, আইটেম গান ঝড় তুলেছিল ভক্তদের মনে; মুক্তির পর দাপিয়ে বেড়ায় বক্স অফিস। এখন নির্মিত হচ্ছে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্ট।
Google news
প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন-রাশমিকা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।
‘পুষ্পা টু’ সিনেমার মুক্তি নিয়ে নয়ছয় কম হয়নি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৬ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু এ তারিখও পরিবর্তন করেছেন নির্মাতা। তবে খুশির খবর হলো— একদিন এগিয়ে এনে ৫ ডিসেম্বর মুক্তি দিচ্ছে সিনেমাটি। পাশাপাশি ‘পুষ্পা থ্রি’ নির্মাণের ঘোষণা দিলেন সিনেমাটির প্রযোজক রবি শঙ্কর। খবর ইন্ডিয়া টুডের।