শামীমা রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ প্রতিবছরের ন্যায় এবছরও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী উপলক্ষে ফান্ড কালেকশন শুরু করেছে।আজ শুক্রবার (৬ ডিসেম্বর) কুষ্টিয়ার পোড়াদহে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮.৫০ মিনিটে ইবি ক্যাম্পাস থেকে ফান্ড কালেকশনের উদ্দেশ্যে ডাবল ডেকার বাসে রওনা হন তারুণ্যর স্বেচ্ছাসেবীরা।ফান্ড কালেকশন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ০২.৩০ পর্যন্ত ছিলো।
কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন তারুণ্যর সভাপতি আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা।উক্ত কার্যক্রমে অংশ নিয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন তরুণ স্বেচ্ছাসেবী। সংগঠন সূত্রে জানা গেছে,ফান্ড কালেকশন কার্যক্রম আরো ২-৩ দিন অব্যাহত থাকবে।
ফান্ড কালেকশনের ব্যাপারে তারুণ্যর সভাপতি আমিনুল ইসলাম বলেন,”আমরা প্রতিবছরের ন্যায় এবছরও শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর প্রস্তুতি নিচ্ছি।তারই অংশ হিসেবে আমাদের এই ফান্ড কালেকশন কার্যক্রম।এই ধরণের জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।”
উল্লেখ্য, তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। বিভিন্ন জনকল্যাণমূলক কাজসহ প্রতিবছর এই সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়ে থাকে।
