২৬
মো. সেলিম হোসেন
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার।
সাধারণ সম্পাদক বদিউজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জোবায়েরুল হক আমীন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, স্কাউট সদস্য ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
