মো. সেলিম হোসেন
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশার সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলার হেমনগর ইউনিয়নের আশা হেমনগর স্বাস্থ্য সেবা কেন্দ্রে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন ওষুধপত্র দেওয়া হয়।
আশা গোপালপুর শাখার সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এসআরএম) মো. মামুন অর রশিদের সভাপতিত্বে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন হেমনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. মাহফুজ আলম।
হেলথ সেন্টার ইনচার্জ মো. মিনারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. আ. মালেক, গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামানের পিতা শামছুল হক, শিক্ষক জাহিদ হাসান, সাবেক এনজিও কর্মকর্তা নাসির উদ্দিন প্রমূখ। এসময় শাখার বিএম ও সহকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসআরএম মো. মামুন অর রশিদ জানান, আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেয়া হয়। মানুষকে সেবা দেওয়ার জন্যই আশা এই উদ্যোগ গ্রহণ করেছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা রয়েছেন। এই স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট ও পরীক্ষা নিরীক্ষাসহ সবকিছুই নামমাত্র মূল্যে করা হয়।
শাখার ব্রাঞ্চ ম্যানেজার আ. মালেক জানান, জাতীয় বিভিন্ন দিবসে বরাবরই আমরা ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এবার বিজয় দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এছাড়া এখানে প্রতিদিন নামমাত্র মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে।
