মুন্সীগঞ্জের গজারিয়া থেকে ফিরে- সফিউর রহমান সফিক
—————————————————————
৩১ ডিসেম্বর ২০২৪ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার আলম আজাদ। নতুন কর্মস্থলে যোগদান এর পর মাদক ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন বিচক্ষণ এই পুলিশ অফিসার। খুব সহসাই গজারিয়া থানা এলাকায় মাদক ও সন্ত্রাস জিরো টলারেন্সে আনবেন বলে আলাপ কালে এ কথা জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর সাথে তিনি আরো বলেন দলমত নির্বিশেষে গজারিয়া থানা এলাকার সকলের সহযোগিতায় তিনি অচিরেই গজারিয়া থানার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ,সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এলাকার লোকজনের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন তার দরজা সকলের জন্য উন্মুক্ত। যে কোন ব্যক্তি সন্ত্রাস, চাঁদাবাজি সহ অপরাধীদের দ্বারা কোন হয়রানির শিকার হলে এর প্রতিকারের জন্য আইনি সহায়তায় থানার দ্বারস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য থানার অফিসারদের নির্দেশ প্রদান করা হয়েছে। থানায় যে কোন বিষয়ে বা যে কোন ঘটনায় যদি জিডি বা মামলা করতে হয় এই জন্য কোন টাকা পয়সা কাউকে দিতে হবে না । যদি কেউ এই ব্যাপারে টাকা-পয়সা চায় তাহলে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন সদ্য যোগদান করা পুলিশের এই কর্মকর্তা। তিনি আরো বলেন পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে এই জন্য পুলিশকে পুনর্গঠন করতে আমরা বর্তমানে স্বচ্ছতার সাথে কাজ করছি। পূর্বে কি ঘটেছে সেই ঘটনা নিয়ে পুলিশকে মূল্যায়ন করা ঠিক হবে না। বর্তমানে পুলিশ জনগণের জন্য কি কাজ করছে সেটা দেখতে হবে। বিগত ১৬ বছরের আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয় । বর্তমান পুলিশ জনগণের পুলিশ। জনগণের সেবক হয়ে কাজ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। থানা এসে যাতে কোন লোক হয়রানির শিকার না হয় সেজন্য তিনি সচেষ্ট। গজারিয়া থানায় যোগদান এর আগে ওসি মোঃ আনোয়ার আলম আজাদ ঢাকা রেঞ্জ পুলিশ সদর দপ্তরে স্বচ্ছতার সহিত কাজ করেছেন।। ১৯৯৩ সালে পুলিশে যোগদান করা পঞ্চগড় জেলার বাসিন্দা পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার আলম আজাদ শান্তি মিশন সহ পুলিশের বিভিন্ন দপ্তরে নিষ্ঠার সাথে স্বীয় দায়িত্ব পালন করছেন। গজারিয়া থানায়ও একইভাবে তার কর্মের কৃতত্ত্বের স্বাক্ষর রাখবেন এটাই গজারিয়া বাসির প্রত্যাশা ।
