দেওয়ান সামান উদ্দিন ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়দল এলাকায় আরমান খান মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী স্কুলের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরমান খান মেমোরিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ টিপু খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ তপন খান, পৌর যুব দলের আহবায়ক মোহাম্মদ জয়নাল আবেদীন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ মিনার উদ্দিন, কালিয়াকৈর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দরা।
কালিয়াকৈরে আরমান খান মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান ।
৩৫
