৪৪
শামীমা রহমান,ইবি প্রতিনিধি:
শেখ হাসিনা’র ভাষণের ঘোষণার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী। এঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের সাদৃশ্য সকল স্থাপনার নাম মুছে দেয় শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ক্যাম্পাসের মুজিব মুরালে শেখ হাসিনার প্রতিকৃতি ঝুলিয়ে প্রায় ৩০ মিনিট ধরে জুতা নিক্ষেপ করা হয়। জুতা নিক্ষেপ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল হলে এসে শেষ হয়। এসময় শেখ পরিবারের নামে কোনো স্থাপনা থাকবে না বলে ঘোষণা দেয় তারা।
এসময় শিক্ষার্থীরা ‘ভাষণ না জুতা; জুতা জুতা’, ‘ফ্যাসিবাদের ঠিকানা; এই বাংলায় হবে না’,‘লেগেছে যে লেগেছে;রক্তে আগুন লেগেছে’,‘রক্তের বন্যায়;ভেসে যাবে অন্যায়’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা’, ‘দালালী আর করিস না; পীঠের চামড়া থাকবে না’, ‘দালালী না রাজপথ; রাজপথ রাজপথ’, ‘মুজিববাদ মুর্দাবাদ; ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগানে মিছিল করেন।
এসময় সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, “আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি খুনি হাসিনা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সে আজকে রাতে ভাষণ দিবে বলেছে। ভারতে বসে এই ধরনের দুঃসাহস দেখায়৷ তার প্রতিবাদের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার ছবিতে জুতা মারা কর্মসূচি পালন করেছে। এখানে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেছে। আমাদের দাবি, শহীদ ভাইয়ের রক্তের দাবী, শেখ হাসিনার ফাঁসিসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অতিদ্রুত আমরা শেখ হাসিনার বিচার দেখতে চাই।”
