শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রুবেল মুন্সী’র জন্মদিন উপলক্ষে মাদারীপুর-০১ (শিবচর)-এর বিএনপি’র সাবেক মনোনীত প্রাথী ও মাদারীপুর জেলা বিএনপি’র যুগ-আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু)’র নির্দেশনায় শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় তার নিজ বাড়িতে জন্মদিনের কেক কাটার মাধ্যমে তার জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর-০১ (শিবচর)-এর বিএনপি’র সাবেক মনোনীত প্রাথী ও মাদারীপুর জেলা বিএনপি’র যুগ-আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু), শিবচর উপজেলা সেচ্ছাসসেবক দলের আহবায়ক মোঃ কামরুজ্জামান মিলোন ও শিবচর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা জিয়া পরিষদের সদস্য সচিব মোঃ নুর-আলোম তালুকদার, সাবেক ছাত্রনেতা মোঃ নাজমুল হোসেন, শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক জাহিদ হাসান, যুবনেতা শাহরিয়ার মান্নান, বেলায়েত হোসেন খান, নাহিদ আল-হাসান, বাবু সিকদার, উজ্জ্বল খান, আরিফিন আনোয়ার, আবদুল্লাহ খান কতিক, আবদুর রহমান, সাইদুর ইসলাম, এনামুল হক রনি, সন্ন্যাসীর চর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণত সম্পাদক মোঃ শাহরিয়ার শামিম, ছাত্রনেতা রমজান খান, মুক্তার হোসেন, দৈনিক ইনকিলাব পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ রাসেল মাদবর, সাংবাদিক রাজু আহমেদ, সাংবাদিক তালহা জমাদার ও সাংবাদিক সরোয়ার হোসেন সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু) মোঃ রুবেল মুন্সীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমি রুবেল দীর্ঘায়ু কামনা করছি এবং সাফল্যমন্ডিত আগামীর প্রত্যাশা করি।
উল্লেখ, মোঃ রুবেল মুন্সী’র রাজনৈতিক পথ চলার শুরুটা ছাত্রজীবন থেকেই। তিনি ২০১২ ইং সালে পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০১৬ ইং থেকে ২০২০ ইং পযন্ত সফলতার সাথে শিবচর উপজেলা ছাত্রদলের যুগ-আহবায়ক ও যুগ-সাধারন সম্পাদক দায়িত্ব পালন করেন। বর্তনানে তিনি শিবচর উপজেলা যুবদলের পদ প্রতাশীদের মধ্যে অন্যতম দাবিদার।
তিনি বিগত আওয়ামী সাশনআমলে শারীরিক ও মানুষিক নির্জাতনের পাশাপাশি কয়েকবার মিত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাবাস করতে বাদ্য হন।
রুবেল মুন্সী নম্র, ভদ্র, মন্ননশীল বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃজনশীলতা। প্রকাশভঙ্গী, নম্র ও কোমল আচরণের জন্য তিনি সকলের কাছে সমান সমাদৃত। সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাবেক ছাত্রনেতা। অল্প বয়সে এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ইতিবাচক থাকাকে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তিনি।
