চাঁদপুরপ্রতিনিধিঃচাঁদপুর হাজীগঞ্জ উপজেলা অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে
১১ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা প্রসাশন, হাজীগঞ্জের উদ্যোগে উপজেলায় অবৈধ ইটভাটা সমূহের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা প্রসাশন, হাজীগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, অভিযানে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নিয়ে উল্লেখিত ইট ভাটা সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯, এর লংঘন করে ইটভাটা পরিচালনা করায় কনা বিকস, ফাহিম ব্রিক ফিল্ড, গনি ব্রিক ফিল্ড নামক ৩ টি ইটভাটাকে ১লাখ ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটাগুলোকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশ ফোর্স এবং ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।
