৮২
ইবি প্রতিনিধি
ঝিনাইদহের শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাসুদ করিম বলেন, “১৯৭৫ সাল থেকে নারী শিক্ষার্থীদের পড়াশোনার প্রতিকূল পরিবেশে এই প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হয়। মাত্র ১৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান বর্তমানে উপজেলা পর্যায়ে বিজ্ঞান কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করছে। প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রসারেও আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা প্রদান করা।”
তিনি আরও বলেন, “যেহেতু আমরা নারী শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, তাই বাল্যবিবাহসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা চেষ্টা করি সেগুলো সমাধান করে এগিয়ে যাওয়ার। বর্তমানে বাল্যবিবাহের হার অনেক কমে গেছে।”
প্রধান আলোচক অ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ বলেন, “প্রতিযোগিতার কোনো শেষ নেই। তাই পড়াশোনা করতে হবে। নিজের অধিকার বুঝে নিতে হবে। জুলাই-আগস্টে শিক্ষার্থীরা অনেক আত্মত্যাগ করেছে অধিকার প্রতিষ্ঠার জন্য। এর ফলেই আমরা আজকের এই অবস্থানে পৌঁছেছি।”
প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধা দাস বলেন,
“আমাদেরকে ভালো মানুষ হয়ে উঠতে হবে। নয়তো জীবনের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে। এখানে উপস্থিত প্রতিটি মেয়ে একেকটি রত্ন। এদেরকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। একজন মেয়ে শিক্ষিত হলে সে প্রতিষ্ঠিত হতে পারবে।তাকে কারোর বোঝা হয়ে থাকতে হয় না।তোমরা শিক্ষিত হলে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। তোমাদের মতামত প্রকাশের সুযোগ পাবে। তাই তোমাদের প্রতি অনুরোধ, তোমরা এখন থেকেই নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যাও।”
তিনি আরো বলেন,“পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানুষ।আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো নারী।কারণ একজন মেয়ে আরো একজন মানুষের জন্ম দিতে পারে।তোমরা পড়াশোনা করবে। জ্ঞান অর্জন করবে।এরপর জ্ঞানের আলো বিতরণ করবে সবার মধ্যে।”
