৪৫
শামীমা রহমান, ইবি প্রতিনিধি
বসন্তকে বরণ করে নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে ‘বসন্ত উৎসব–১৪৩১’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বেলা ১২টা থেকে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী,
ক্যারিকেচার (লাইভ আর্ট), মেহেদী ও আলপনা দেওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় চারুকলা বিভাগের এক শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন মিষ্টি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,“আমাদের চারুকলা বিভাগের উদ্যোগে তৃতীয়বারের মতো বসন্ত উৎসবের আয়োজন করেছি। এখানে আমাদের বিভিন্ন রকমের আয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় আমাদের আয়োজনে খুশি হয়েছেন।সব মিলিয়ে বেশ ভালো লাগছে বসন্ত উৎসবে।”
